Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হতে পারবেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:০৮ পিএম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৭ জুলাই রাত ১২ পর্যন্ত। সরকারের ঘোষণা অনুযায়ী জরুরি সেবা ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। তবে লকডাউন চলাকালে বিশেষ কিছু জরুরি প্রয়োজনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া যাবে। সেজন্য অবশ্যই যুক্তিযুক্ত কারণ ও জরুরি প্রয়োজন হতে হবে।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ব্যক্তিগত গাড়ি চলাচলের বিষয়ে বিধি-নিষেধ উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাচাবাজার, রোগীদের ওষুধ কেনা, কোভিডের টিকা নিতে যাওয়া, কোভিডের টেস্ট করাতে যাওয়া-এসব ক্ষেত্রে কোভিডের মেসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘তবে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যেতে হলে আমরা তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করবো। অন্যান্য সব জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে।’ কিন্তু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পার্কে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করা যাবে না বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা, যিনি নিজ প্রতিষ্ঠান থেকে যাতায়াতের সুবিধা পাবেন না, শুধুমাত্র তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।’



 

Show all comments
  • Shahin Anib ১ জুলাই, ২০২১, ৬:৫১ পিএম says : 0
    সরকার দিচ্ছে লকডাউন, পুলিশ দিচ্ছে শোডাউন, সরকারের আমলারা ভরছে গোডাউন, জনগণের পকেট ডাউন, একেই বলে ডিজিটাল সাটডাউন।
    Total Reply(0) Reply
  • Hafiz Mahbub ১ জুলাই, ২০২১, ৬:৫২ পিএম says : 0
    সাধারনত রাস্তাঘাটে এতো মানুষ থাকেনা ,যেই পরিমান আজকে নিরাপত্তা বাহিনী রাস্তায় নামছে,তাদের কি করোনা নাই।
    Total Reply(0) Reply
  • M Helal Uddin ১ জুলাই, ২০২১, ৬:৫২ পিএম says : 0
    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ বাইরে বের হলেই তাদের গ্রেফতার করা হবে। আমার মতামত হচ্ছে আমাকে স্ব পরিবারে গ্রেফতার করা হোক।
    Total Reply(0) Reply
  • Shahinul Islam Mamun ১ জুলাই, ২০২১, ৬:৫৩ পিএম says : 0
    ঢাকার নবীনগরে আসলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, সব চলছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ