Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

টাম্পাকো থেকে কঙ্কাল উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৩৬

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর জেলার টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬ জনে। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে কঙ্কালটি উদ্ধার করেন তারা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুপুরে উদ্ধার কাজ চালানোর সময় ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে একটি লাশ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
গত ১০ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা টাম্পাকোয় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আগুন ধরে যায়। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ