Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরাবাসীকে সুরক্ষিত রাখতে হটলাইন টীমের প্রশংসিত কর্মকান্ড

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৫:৫৪ পিএম

মহামারী করোনায় বিপর্যস্ত খুলনা বিভাগের প্রতিটি জেলা। খুলনা বিভাগের প্রবেশদ্বার মাগুরা জেলাও এ ঝুঁকির বাইরে নয়।

মানুষের এ দুর্ভোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাগুরাবাসীকে সুরক্ষিত রাখতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে, শতভাগ মাস্ক নিশ্চিত করতে শহর জুড়ে ব্যাপক সচেতনতা মূলক প্রচারণা, চিকিৎসা সহায়তা, করোনা রোগীর জরুরী অক্সিজেন ও এ্যাম্বুলেন্স ব্যবস্থা, অসহায় মানুষের খাদ্যসামগ্রী সহ সার্বিক সহযোগীতার জন্য পাশে কাজ করে যাচ্ছে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর পরিচালিত মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও হটলাইনের সমন্বয়ক মো. ফজলুর রহমানের নেতৃত্বে যুবলীগ হটলাইন টীম। তাদের কর্মকান্ডে এলাকার মানুষ বিপদের সময় হটলাইন টীমকে পাশে পেয়ে হতাশার মধ্যে আশার আলো দেখতে পাচ্ছে। মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর হটলাইন টীমের কার্যক্রম মনিটরিং করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ