Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবজাতকের লাশ ফেলতে গিয়ে বিপত্তি

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে মৃত নবজাতককে ড্রেনে ফেলতে গিয়ে স্থানীয়রা দেখে ফেলায় চরম বিপত্তিতে পড়েছেন শিশুটির মা-বাবা।
শিশুটিকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হচ্ছে এমন ভেবে ওই নবজাতকের বাবা-মাকে আটক করে মারধরের চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতিতে বিষয়টির সুরাহা হয়। পরে দাফনের জন্য পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে।
আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর শের-এ বাংলা রোডের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশীদ বলেন, আমতলা মোড় ও পুরাতন নির্বাচন কমিশন কার্যালয় সংলগ্ন গলির লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. মিন্টু ও তাসলিমা দম্পতির ঘরে গত বৃহস্পতিবার একটি অপরিণত মৃত নবজাতকের জন্ম হয়। কিন্তু নবজাতকের জন্মের পরই তার মা তাসলিমার প্রচুর রক্তক্ষরণ হয়। মৃত নবজাতক ঘরে রেখেই তাৎক্ষনিকভাবে মিন্টু তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার সকালে তারা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে। এরপর মৃত নবজাতককে কি করবে ভেবে উঠতে না পেরে বাড়ির পাশের ড্রেনে ফেলতে যায়। এ সময় এলাকাবাসী দেখে ফেললে বিপত্তি ঘটে বলে জানান এসআই হারুনুর রশীদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ