Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০০ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি পরিবার। গত সোমবার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়নের পশ্চিম বড়লই গ্রামে ঝড় আঘাত হানে। ঝড়ে আজিজুল হকের চকের চারটি ঘরসহ ১টি মুরগির খামার ও তার বড় ভাই আমিনুলের মুরগির খামার, রবিউল ইসলামের রান্নাঘর, গোয়ালঘর ও শোয়ার ঘরের অর্ধেক। এছাড়া জিয়াউর রহমান, এরশাদুল, মামুন, মোজাম্মেল হক, আমিনুল, আবেদ আলী, সোবহানের ঘর ও সেচপাম্পের পাকাঘরসহ মোট ১৫টি ঘর এবং ২টি মুরগির খামার বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ও এলাকাবাসী জানান, মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে হালকা বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। প্রায় ১-২ মিনিটের ঝড়ে সবকিছু লÐভÐ হয়।
এ সময় প্রাণভয়ে ছুটাছুটি করতে গিয়ে আজিজুল হকের স্ত্রী জাহেদা বেগম, মেয়ে অনামিকা ও ছেলে জাহিদ আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উড়ে যাওয়া ঘরের টিন গুলো গতকাল মঙ্গলবার সকালে প্রায় ৩ কি.মি. দূরে সিছাবোয়ালিতে পাওয়া যায়। বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বার আলী মিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। আজিজুল ইসলামের তাৎক্ষণিক থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সাহায্যের জন্য উপর মহলে জানানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ