Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মগবাজার বিস্ফোরণে হতাহতদের দ্রুত ক্ষতিপূরণ দিন : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০১ এএম

মগবাজার বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

গতকাল মঙ্গলবার এক শোক বার্তায় নেতৃদ্বয় এই শোক জানান। নেতৃদ্বয় বলেন, উচ্চতর তদন্তের মাধ্যমে এই বিস্ফোরণের মূল রহস্য উদঘাটন করতে হবে। বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। নেতৃদ্বয় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসহ দলীয় নেতা-কর্মীদেরকে এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ