Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের আলোচনা সভা

নাটোরে ইমাম সম্মেলন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০২ এএম

নাটোরে ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি ছিলেন।
আলোচনা সভায় নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কাশেম স্বাগত বক্তব্য রাখেন। তাছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা।
প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। গুজবে কান না দিয়ে ইমামদেরকে সরকারি নির্দেশনা পালনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন। তাছাড়াও সভায় জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক ও কান্দিভিটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. গোলাম মোস্তফা বিশেষ আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ