Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাভাবিপ্রবিতে পরীক্ষা চালু দাবি

টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০২ এএম

অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মনাববন্ধনে বক্তব্য রাখেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ। বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ^বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও আমাদের বিশ^বিদ্যালয়ে সে ধরনের কোনো কার্যক্রম নেই। আমাদের বিশ^বিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোনো চিন্তা-ভাবনা করছে না। তারা আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার জোড় দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ