রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অধ্যক্ষের সন্ত্রাস বাহিনীর হামলার শিকার হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিক কামরুল হাসান ও বিষ্ণু চন্দ্র ওঝা। এ ঘটনায় রাতেই ইনকিলাবের কোটালীপাড়া সংবাদদাতা কামরুল হাসান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ করেন কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহত সাংবাদিকরা বলেন, ভাঙারহাট কাজী মন্টু কলেজে উন্মুক্ত শিক্ষক নিয়োগ, অবৈধভাবে উপাধক্ষ্য, অধক্ষ্য নিয়োগে অর্থ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ আসে সাংবাদিকদের কাছে। বিষয়টি নিয়ে অধ্যক্ষকে ফোন করলে যা লেখার তাই লেখেন এটা আমার কলেজের নিজস্ব ব্যাপার বলে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর তিনি নিজেই ফোন করে রোববার ১১টার দিকে কলেজে এসে কথা বলার অনুরোধ জানান, অধ্যক্ষের এ আহ্বানে রোববার ইনকিলাব সংবাদদাতা কামরুল হাসান ও জনতা প্রতিনিধি বিষ্ণু চন্দ্র ওঝা সেখানে যান এবং গিয়ে দেখেন কলেজে কয়েকজন শিক্ষক বসে আছেন। অধ্যক্ষ সাহেব এখনও আসেন নাই। সাংবাদিকরা উঠে আসতে চাইলে শিক্ষকগণ চা খাওয়ার কথা বলে বসানোর চেষ্টা করে সময় ক্ষেপণ করেন। আহত সাংবাদিকরা আরো বলেন, কিছু বুঝে ওঠার আগেই গেটের কাছে পৌঁছালে সন্ত্রাসী মাদক সম্রাট মাহাবুব সুলতান, রাজিব দাড়িয়া, মিলন হাওলাদার, লাঠি সোটা ও দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক কামরুল হাসানের ডান পায়ের গোড়ালি ভেঙে যায় এবং বাম চোখ জখম হয় ও বিষ্ণু চন্দ্র গুরুতর আহত হয়। সাংবাদিকদের দাবি অধ্যক্ষ ডেকে নিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের ওপর হামলা চালায়।
গতকাল মঙ্গলবার কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি দেখতেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।