Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান’

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০২ এএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। গতকার মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে কম্পিউটার ও আসবাবপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে করোনার মহামারি চলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখে, এজন্য সবাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তিনি প্রেসক্লাবের নতুন করে ভবন নির্মাণের বিষয়ে বলেন এ ব্যাপারে জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রতিও দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ, অ্যাড. রাধা পদ দেব সজল, সরওয়ার আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ