Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ‘মিঠাই’ এর ১০টি শোরুম চালু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৮:২১ পিএম

ঐতিহ্যবাহী সকল মিষ্টির সমাহার নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে ১০টি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘মিঠাই’। সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন স্থানে শোরুমগুলো উদ্বোধন করেন বঙ্গ বেকারস লিমিটেড এর নির্বাহী পরিচালক অনিমেষ সাহা। মঙ্গলবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোরুমগুলো চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোড, চাদগাঁও আবাসিক, বহদ্দরহাট আরাকান রোড, আন্দরকিল্লা মোমিন রোড, নবাব সিরাজউদ্দৌল্লা রোড, বায়েজিদ বোস্তামী রোড, খুলশীর জাকির হোসেন রোড, আগ্রাবাদ শেখ মুজিব রোড ও কদমতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থিত।

নতুন এ শোরুমের চালু উপলক্ষে ক্রেতারা মিঠাইয়ের পণ্য কিনলে বিভিন্ন ধরনের ছাড় পাচ্ছেন। শোরুমে ৩০ ধরনের অধিক মিষ্টি ছাড়াও সকাল ও দুপুরের বিভিন্ন ধরনের খাবার, কেক, বার্গার, বেকারি আইটেম, স্নাকস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে।

অনিমেষ সাহা জানান, ‘মিঠাই’এর লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে মিঠাই সারাদেশে শোরুমের সংখ্যা বৃদ্ধি করছে।

অনুষ্ঠানে মিঠাই এর জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) কাজী সাইফুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. পারভেজসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বর্তমানে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাই এর ১৩০টির অধিক শোরুম চালু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিঠাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ