Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ডিম ব্যবসায়ী প্রেমিকের মোবাইলে প্রেমিকার গোসলের ভিডিও দৃশ্য : ব্ল্যাকমেইলের অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৫:৫৬ পিএম

এক কিশোরীর গোসলের ভিডিও দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেছিল প্রাক্তন প্রেমিক। সেই ভিড্ওি দিয়ে এখন ব্ল্যাকমেইলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ডিম ব্যবসায়ী ওই প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ায়। ধারনকৃত ওই ভিডিওকে পুঁজি করে এখন সাবেক প্রেমিকাকে বিয়ে করার চাপ দিচ্ছে সে। নতুবা ভিডিও
প্রকাশ রোধে প্রেমিকার পরিবারকে টাকা দেয়ার প্রস্তাব করেছে সাবেক প্রেমিক। অন্যথায় সাবেক কিশোরী প্রেমিকার পরিবারকে হামলা বা মামলার মাধ্যমে ক্ষতিসাধন করবে সাবেক প্রেমিক।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগালাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন কিশোরীর পরিবার। অভিযুক্ত যুবকের নাম তোফায়েল আহমদ (২৪)। দক্ষিণ সুরমার (সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের) শিবলু মিয়ার কলোনিতে ভাড়াটে থাকেন তিনি।
জানা গেছে, তোফায়েল ও ওই কিশোরীর মধ্যে সম্পর্ক ছিলো দেড় বছরের । এক বছর পূর্বে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে তাদের। কিশোরীর অভিযোগ- তোফায়েলের অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিলো এবং মদপান করতেন তিনি। তাই কিশোরী তার সঙ্গে সম্পর্ক ভেংগে দেন। কিন্তু সেই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তোফায়েল। কিশোরীর মা জানান, ‘তোফায়েল কৌশলে বাথরুমে মোবাইল ফোন রেখে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। সেই ভিডিও দিয়ে এখন ব্ল্যাকমেইলের চেষ্টা করছে সে। তার কাছে আমার মেয়েকে বিয়ে অথবা ২ লাখ টাকা না দিলে ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে আমাদের।’ ‘তোফায়েলের অত্যাচারে আমার মেয়ে একদম ভেঙে পড়েছে। ইতোমধ্যে দুই দিন আত্মহত্যা করার চেষ্টা করেছে সে। এছাড়াও ওই ছেলের জন্য আমার মেয়ের দুটি বিয়ে ভেঙে গেছে।’ এদিকে, গোসলের ভিডিও মুঠোফোনে থাকার বিষয়টি স্বীকার করেছেন তোফায়েল। তিনি বলেন, সম্পর্ক থাকাকালে সে (কিশোরী) নিজেই ওই ভিডিও ধারন করে মোবাইলে আমাকে পাঠিয়েছিল আমাকে। তবে ব্ল্যাকমেইল ও হুমকি-ধমকির বিষয়ে তোফায়েল জানান, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি শুধু দাবি করেছি- আমার কাছে যাতে তাকে বিয়ে দেয়া হয়।
এসএমপি’র মোগালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এখন পর্যন্ত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ