বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের অবরুদ্ধ সম্পদের ‘রিসিভার’ নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে এ দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ শেখ মো. আশফাকুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ।
গত বছরের ২০ সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে প্রদীপ-চুমকির মালিকানায় থাকা চার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ক্রোক) করার আদেশ দেন আদালত। প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে চার কোটি ছয় লাখ ৭৮ হাজার ৭৯ টাকার সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ জানান, ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে চট্টগ্রাম ও কক্সবাজারে থাকা স্থাবর সম্পদের রিসিভার নিয়োগের আবেদন করেছিলেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। আদালত তা গ্রহণ করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি ভবন, পাঁচলাইশে জমি এবং দুটি গাড়ির রিসিভার হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসককে নিয়োগের আদেশ দিয়েছেন। এছাড়া কক্সবাজারে প্রদীপের নামে থাকা একটি ফ্ল্যাটের রিসিভার হিসেবে নিয়োগের জন্য কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেন। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থাবর সম্পদের দেখভাল বা তদারক করবেন দুই জেলা প্রশাসক।
গত বছরের ২৩ আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে চার কোটি ছয় লাখ ৭৮ হাজার ৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা দায়ের করেন। দুদকের অভিযোগ- উল্লিখিত অর্থের মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন। আরও ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার অবৈধ সম্পদ তাদের মালিকানায় আছে যা তারা সম্পদের তথ্য বিবরণীতে গোপন করেছেন। মামলা হলেও প্রদীপের স্ত্রীকে গ্রেফতার করা হয়নি। এখনও তিনি পলাতক আছেন।
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় হত্যা মামলায় কারাবন্দী প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে গত ২৭ জুন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন কক্সবাজারের আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।