Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলা থেকে বন্য শূকর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৫:৪৩ পিএম

শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে সুন্দরবনের একটি বন্য শূকর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামবাসী শূকরটি ধরে বন বিভাগের হাতে তুলে দেয়। দুপুরে সেটি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
এলাবাসীর ধারনা উত্তর কদমতলা গ্রামের একটি চোরাকারবারি চক্র শিকারিদের কাছ থেকে হরিণের মাংসের সঙ্গে এই জ্যান্ত শূকরটিও নিয়ে আসে। জবাই করার আগেই কোনো কারণে এটি ছুটে যেতে পারে।
পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আব্দুল মান্নান জানা, উপজেলার সদরের উত্তর কদমতলার হারুণ মুন্সির বাড়ির পেছনের মাঠ থেকে স্থানীয়রা শূকরটি ধরে আমাদেরকে জানান। পরে সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। পুরুষ শূকরটির বয়স প্রায় এক বছর হবে। 



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৩০ জুন, ২০২১, ৬:০১ পিএম says : 0
    বৃটিশ এমব্যাসিতে দিলে তারা খাইবে তোমরা তার মূল্য পাবে,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ