পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো আমদানী নীতি ২০১২-১৫-এর আদেশের ৪৯(গ) মোতাবেক বাংলাদেশী চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ এবং এর পরিবর্তে ঝঅঋঞঅ-ভুক্ত দেশ ভারত থেকে আমদানীকৃত কোলকাতার বাংলা চলচ্চিত্র ‘বেলা শেষে’ ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ২৬ ফেব্রæয়ারী একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এই উপলক্ষে দুই দেশে সিনেমা দুটির মুক্তির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে দুই দেশে দুটির সেন্সরশিপ এবং একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে। এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত ও শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’-এর ভারতে আনুষ্ঠানিক পরিবেশকের দায়িত্ব পালন করছে পিয়ালী ফিল্মস ও জিরোনা এন্টারটেইনমেন্ট। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, ইরেশ জাকের, মিশা সওদাগর, আলিরাজ প্রমুখ। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার। অপরদিকে এম কে মিডিয়া ও উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত কোলকাতার চলচ্চিত্র ‘বেলা শেষে’ বাংলাদেশের দর্শক আকৃষ্ট করতে সক্ষম হবে বলে বাংলাদেশের স্থানীয় পরিবেশক এশিয়াটিক ধ্বনিচিত্র ও জিরোনা বাংলাদেশ-এর। সামাজিক পটভূমির উপর নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতিলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরগ মুখার্জী, মোনামি ঘোষ, অপরাজিতা অড্ডী প্রমুখ। সুর ও সংগীত আয়োজন করেছেন অনুপম রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।