Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে দুই মোটর সাইকেল চোরকে গণধোলাই

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ শহরের উপজেলা মোড়ে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার অফিস থেকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে বকুল হোসেন (৩০) ও আমিরুল (২৭) নামে দুই চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে জনতা।এ সময় দু’জনার নিকট থেকে তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বকুল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আমিরুল একই উপজেলার পদ্মকার ইউনিয়নের লৌহজংগা গ্রামের কায়েম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়। পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান জানান, মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলা মোড়ে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার অফিসের নিচ তলায় সিঁড়ির নিচে মোটর সাইকেল রেখে কর্মকর্তারা কাজ করছিলেন। এ সময় চিহ্নিত দুই চোর বকুল ও আমিরুল মোটরসাইকেলের তালা ভেঙ্গে ফেলে। শব্দ শুনে তিনি বের হয়ে তাদের হাতেনাতে আটক করেন। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে দুই চোরকে গণধোলাই দেয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জনগণ দু’জনকে চুরির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ