Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাফ নদী সাঁতরে মিয়ানমারের ২টি বনো হাতি টেকনাফে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১০:২৩ এএম

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে আসা বুনো হাতি ২ টিকে এখনো বনাঞ্চলে প্রবেশ করানো সম্ভব হয়নি। গত শনিবার ২৬ জুন টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় রয়েছে এগুলো।

রবিবার ২৭ জুন বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন নাফ নদীর বালুর চরে হাতি দুটি দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, দীর্ঘ চেষ্টার পর বনো হাতি দুটি টেকনাফের জালিয়াপাড়া প্যারাবন থেকে উদ্ধার করে বনাঞ্চলের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এলিফ্যান্ট
রেসপন্স টিমের সদস্যরা।

এ টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ।
বর্তমানে হাতি দুটির অবস্থান শাহপরীর দ্বীপ বিজিবি ক্যাম্পের পূর্বে বালুর চরের কাছাকাছি রয়েছে জানা গেছে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জায়েদ হোসাইন বলেছেন, লোকজন সেখানে যাতে ভিড় করতে না পারেন, সেজন্য পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। এছাড়া বন বিভাগের কর্মকর্তারাও সেখানে রয়েছেন।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানান, জোর করে হাতি ২ টিকে বনাঞ্চলে ঢুকানোর চেষ্টা করা হলে, হয়ত হাতি ২ টি আবার লোকালয়ের দিকে চলে চলে
আসতে পারে।

এজন্য হাতি দুটিকে কৌশলে বনাঞ্চলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে হাতি ২ টি এপারে চলে এসেছে।
এদিকে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন এগুলো আসলে বাংলাদেশের হাতি। উখিয়া-রামুর সংযুক্ত পাহাড়ি পথে আহারের খোঁজে এগুলো মিয়ানমারে গেলেও পথ হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ