Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১৯ মৃত্যুর রেকর্ড

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন। এটা দেশে করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনসহ সরকারি হিসাবে এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ১৭২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এর আগে গত শুক্রবার (২৫ জুন) ১০৮ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক মৃত্যু একশ’ ছাড়িয়ে যায়। টানা তিন দিন একশ’র ওপরে মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর এবং ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর কথা জানানো হয়। এটা গত ২৭ জুন রোবারের আগ পর্যন্ত ছিল সর্বোচ্চ। এরপরে গত ২৫ এপ্রিল ১০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৮ লাখ চার হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ২৪ হাজার ৬২৮টি, আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৪০০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৪৭ হাজার ১৫৮টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৫৯ হাজার ৬২৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। তবে দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। তবে মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৪৪ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ১০ হাজার ১১৮ জন; আর নারী ৪ হাজার ৫৪ জন। একদিনে মারা যাওয়া ১১৯ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন। নিহতদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৪ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২২ জন করে, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের ২ জন, সিলেট বিভাগের ৫ জন, রংপুর বিভাগের ৯ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন, বাড়িতে চার জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে দুই জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া তিন হাজার ২৪৯ জনের মধ্যে ঢাকা বিভাগের এক হাজার ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগের ৫১৫ জন, রংপুর বিভাগের ৯৬ জন, খুলনা বিভাগের ৪৯০ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ৭৫৭ জন, সিলেট বিভাগের ৮২ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ৭৯ জন। বর্তমানে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার পাদুর্ভাব ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ