Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী কর্মকর্তার উপস্থিতিতে গার্ড অব অনার

বুদ্ধিজীবী কবরস্থানে জেয়াদ আল মালুমকে দাফন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারের লক্ষ্যে গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র প্রসিকিউটর মরহুম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ-আল মালুমকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে এক নারী সরকারি কর্মকর্তার (এসিল্যান্ড) উপস্থিতিতে। গতকাল রোববার সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে জানাজার পর গার্ড অব অনার দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেয়ার সময় নারীদের না রাখার বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে-তখনই নারী সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনির উপস্থিতিতে দেয়া হলো এই গার্ড অব অনার। গত শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম (৬৭) ইন্তেকাল করেন।

কয়েক মাস ধরে তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. দিলীরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, মো. মোখলেসুর রহমান বাদল, সাহিদুর রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ এবং সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরা অংশ নেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ