Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

ঢাকায় টাস্কফোর্সের সভায় বিভিন্ন ব্যাটারি চালিত পরিবহন বন্ধ করার প্রতিবাদে কুড়িগ্রামে ‘রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সভাপতি আবদার হোসেন বুলু, সদস্য সচিব এড. মোসলেহ উদ্দিন, হারুন অর রশীদ, আলেপ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, দেশে ৫০ লাখ বেকার যুবক জীবিকার জন্য ব্যাটারি চালিত পরিবহন চালিয়ে পণ্য ও যাত্রী পরিবহন করছে। টাস্কফোর্স তাদের রুটি রুজি বন্ধ করে অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। আমরা নকশা আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ