রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ১৪৬ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে গতকাল রোববার এ বাজেট ঘোষণা করা হয়। দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর কাউন্সিলর, সুধিজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে এই উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
জানা যায়, বিগত ২০২০-২০২১ অর্থ বছরে মাগুরা পৌরসভার জন্য ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। এরআগে ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেট ছিল ১০০ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার টাকা। এবারের বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি এবং প্রকল্প খাতে ১৩০ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ১৩ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার, রাজস্ব খাতে উন্নয়ন ব্যয় ৭৮ লাখ ৯৪ হাজার, মঞ্জুরি খাতে ব্যয় ২ কোটি এবং প্রকল্প খাতে ১৩২ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা ব্যয় দেখানো হয়েছে।
মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলের সভাপতিত্বে এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব রেজাউল করিম। উল্লেখ্য, বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রন জানানো হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।