Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন

স্টাফ রির্পোটার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর দুই পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি এবং প্রকল্পের নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ চত্বরে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনের আহ্বায়ক শেখ সেলিম কবীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক অধিকার কর্মী কামরুল আহসান মুকুল ও কানন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক রেজাইল হাবীব রেজা এবং আশরাফ আলী। বক্তরা নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের কাজে গাফিলতি এবং অসম্পূর্ণ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে প্রকল্পের কাজ শুরুর আগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও বর্তমানে পুণরায় প্রশাসনের মদদে অবৈধভাবে নদীর জায়গায় স্থাপনার নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা জানান। বক্তারা অবিলম্বে নদীরপাড় থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণ ও প্রকল্পের নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ