Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়া চক্রের আমজাদ হোসেনকে ২১ হাজার ৮০০ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমজাদ কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শিক্ষার্থীদের নাম্বার হ্যাক করে বিকাশ এজেন্ট নাম্বারের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। আমজাদ পুলিশের কাছে স্বীকার করেছে যে, এই গ্রুপটি নিয়ন্ত্রণ করে ফরিদপুরের এক গডফাদার। অনেক লোক দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিকাশের এজেন্ট নাম্বারগুলো থেকে গডফাদারের নিকট পাঠনোর পর ১০ মিনিটের মধ্যেই একযোগে ১৫/২০টি নাম্বার থেকে ৭০০-৯০০ টাকা করে চলে আসে। ওই টাকা থেকে বিকাশের এজেন্টের দোকান থেকে ক্যাশআউট করে হাজারে ৩০% টাকা রেখে অবশিষ্ট টাকা ওই গডফাদারের দেয়া নাম্বারে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শেরপুর কোর্টে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, প্রতারক আমজাদ হোসেন গত ৭ দিনে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিকাশ ও নগদের এজেন্ট দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই চক্রের সাথে শিক্ষাবৃত্তি প্রদান শাখার কেউ জড়িত থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ