পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : আজ শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। পাশাপাশি পুঁজিবাজারও খোলা থাকবে। এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন যথা নিয়মে চলবে। এর আগে গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর উভয় পুঁজিবাজারে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। সরকার ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করলেও ২৪ সেপ্টেম্বর (শনিবার) সরকারি অফিসের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ব্যাংক ও পুঁজিবাজারও ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে ২৪ সেপ্টেম্বর লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম মোকাম্মেল হক বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। ৬ সেপ্টেম্বর এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি এবং ২৪ সেপ্টেম্বর শনিবার ব্যাংক খোলা রাখার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাপরিচালক (জনসংযোগ) শফিকুর রহমান বলেন, শনিবার ডিএসইতে লেনদেন হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।