Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নগর দারিদ্র্য সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী নগর দারিদ্র্য সম্মেলন। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বব্যাংক ও ইউএনডিপির সহযোগিতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ (পিপিআরসি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। আগারগাঁওয়ের এলজিইডি ভবনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রায় ৮০ জন বিদেশী নগর বিশেষজ্ঞ অংশ নেবেন। সম্মেলনে নগর দরিদ্রতা বিষয়ক সা¤প্রতিক গবেষণালব্ধ তথ্য-উপাত্ত ও ফলাফল তুলে ধরা হবে। সুষম নগরায়ন ও নগরকেন্দ্রিক দারিদ্র্য বিমোচনের জন্য থাকবে প্রয়োজনীয় দিকনিদের্শনাও। পিপিআরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অনেক সফলতা এসেছে গ্রামীণ দরিদ্রতা নিয়ে। তবে নগর দরিদ্রতার বিষয়টি ভিন্ন। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার জন। মানুষ দ্রæত শহরের দিকে ধেয়ে আসছে। তবে নগর দরিদ্রতার অবস্থা নিয়ে তথ্যের অভাব রয়েছে। নগর নিয়ে যেসব চিন্তা হচ্ছে, তা এক ধরনের এলিট (সুশীল) কেন্দ্রিক; এখানে এমন সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজনীয়Ñ যা সবার জন্য কার্যকর। সম্মেলনের উদ্বোধনী দিনে পিপিআরসির নতুন গবেষণালব্ধ গ্রন্থ ‘দ্য আরবান স্পেকট্রাম : মেট্রোপলিটন টু মফুসিল’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি মোট ৯টি সেশনে অনুষ্ঠিত হবে, এর মধ্যে প্রথম দিন ৪টি ও শেষদিন ৫টি। এই সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, নগরআইনজীবী, নগর ও স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও ও উন্নয়ন প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগর দারিদ্র্য সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ