Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দখল-দূষণের বিরুদ্ধে সোচ্চার হোন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০০ এএম

দখল ও দূষণের বিরুদ্ধে ঢাকাবাসীকে সোচ্চার হতে বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। গতকাল রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত রোটারি জেলা কনফারেন্সে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দু-পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, করোনাকালে সবাই মিলে সবার ঢাকা’র মাধ্যমে ৭৬ হাজার অসহায় পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট এবং বিতরণ সম্ভব হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্যই রাজধানীর মহাখালীতে সাত দশমিক ১৭ একর জমিতে তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণিবিতানকে এক হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় ‘কোভিড-১৯ হাসপাতাল’-এ রূপান্তরিত করা হয়েছে। এ ভবনটি মার্কেটের জন্যই করা হয়েছিল। এখানে আড়াই শতাধিক দোকান বরাদ্দও দেওয়া হয়েছিল। বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই বরাদ্দ বাতিল করা হয়েছে। এখান থেকে বছরে ডিএনসিসির প্রায় একশ কোটি টাকা আয়ের সম্ভাবনা থাকলেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মার্কেটটিকে হাসপাতালে রূপ দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য নিজের পক্ষ থেকে রোটারি ইন্টারন্যাশনালের কাছে এক লাখ মাস্ক হস্তান্তর করেন ডিএনসিসি মেয়র। রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, সবাই মিলে সবার ঢাকার স্বপ্নদ্রষ্টা তৌফিক জাহিদুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনকে রোটারি স্পিরিট অব সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ