Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ‹জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি›র পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার ফ্লাইটগুলোকে এই বিধিনিষেধ থেকে ছাড় দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়- ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই ১৪ টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২১ শে জুলাই পর্যন্ত করেছে সংযুক্ত আরব আমিরাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ