রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রধারী মাইকেল জসিমকে গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আ.লীগের ওয়ার্ড সভাপতি ও ৭নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম। গতকাল পটিয়ার একটি রেঁস্তোরায় তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের অধিবাসী ছালামত খাঁর ছেলে জসিম উদ্দীন প্রকাশ (মাইকেল জসিম) একজন শীর্ষ সন্ত্রাসী। জসিমের বিরুদ্ধে খুন, ধর্র্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ইয়াবা ব্যবসা, হুণ্ডি ব্যবসা ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এ সংক্রান্তে পটিয়া ও বোয়ালখালী থানায় ৮টির অধিক মামলাও রয়েছে। এরমধ্যে গত ১২ এপ্রিল পটিয়া থানা পুলিশ জসিমের ঘর তল্লাশি চালিয়ে ঘরের ছাদ থেকে ৩০০ রাউণ্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জসিমের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ‘মাইকেল জসিম’ সিরাজের ছেলে সোহেলসহ তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এছাড়া প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি অবিলম্বে মাইকেল জসিমকে গ্রেফতার পূর্বক তার অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।