Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:০৩ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ সামছুদ্দিন (৩৩) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজার ঘাট থেকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়।
সামছুদ্দিন চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। সে চায়না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ভ‚মিদস্যু, ও এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. শাহীনের অন্যতম সহযোগী বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রæপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। এধরনের খবরে অভিযান চালায় র‌্যাব-৭। এসময় ৩টি দেশীয় বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ ও ১টি মোবাইলসহ সামছুদ্দিনকে আটক করে র‌্যাব-৭। পরে ২৫জুন শুক্রবার সকালে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছুদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ