বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ভারতীয় মুরগির বাচ্চা আটক করেছে।
আজ মঙ্গলবার ভোরে কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে ট্রাক ভর্তি ১৮ হাজার মুরগির বাচ্চা জব্দ করা হয়।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কলারোয়া উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ট্রাক ভর্তি ১৮ হাজার মুরগির বাচ্চা জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকসহ মুরগির বাচ্চার মূল্য ১৯ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।