পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : গত পাঁচ বছরে দেশে বিদেশি পর্যটক কমেছে তিনগুণ। এ খাতে বিনিয়োগ করে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন হোটেল-মোটেলের মালিকরা। পর্যটক কমলেও এ সময়ে রাজস্ব আয় বেড়েছে। পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী, ১৫ বছরে পর্যটন খাত থেকে রাজস্ব আয় বেড়েছে প্রায় পাঁচগুণ। ট্যুরিজম বোর্ডের পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে দেশে আসা বিদেশি পর্যটকের সংখ্যা ছয় লাখ থেকে নেমেছে দুই লাখে। তবে বাড়ছে অভ্যন্তরীণ পর্যটক। পর্যটন শিল্পে নানা সঙ্কট চললেও বিদেশি পর্যটক বাড়াতে এবার সার্কভুক্ত দেশে আসা পর্যটকদের আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি পর্যটন বর্ষ সফল করে তুলতে বিদেশি পর্যটক বাড়াতে বেশকিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পর্যটন করপোরেশনের নীতিনির্ধারকরা তাদের অবস্থানে থাকছেন স্বল্প সময়ের জন্য। ২৫ বছরে এই সংস্থার চেয়ারম্যান পদটি বদল হয়েছে ৩৪ জনের হাতে। এ কারণেও অনেকেই পরিকল্পনা করলেও দ্রæত পদ পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। পর্যটন ব্যবসার মন্দায় গত তিন বছর হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে হোটেল-মোটেল মালিকরা। এমন ক্ষতি এড়াতে পর্যটন বর্ষকে সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেছেন তারা। হোটেল দ্য কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‹পর্যটন ব্যবসা ভালো যাচ্ছে না। সরকার যদি একটি সিদ্ধান্ত নেয়, তাহলে পর্যটন বর্ষকে আমরা উৎসবমুখর করে উদযাপন করতে পারব।›সার্কভুক্ত দেশে আসা পর্যটকদের আকৃষ্ট করতে সরকারকে বেশকিছু উদ্যোগ নেয়ার আহŸান জানিয়েছে সার্ক ট্যুরিজম ফাউন্ডেশন। সাউথ এশিয়া ট্যুরিজম ফেডারেশনের চেয়ারম্যান হাকিম আলী বলেন, ‹সার্কের অন্তর্ভুক্ত যেসব দেশ রয়েছে এর মধ্যে যদি আমাদের এক্সচেঞ্জ হয়, তাহলে আমার বিশ্বাস আমরা অনেক অগ্রসর হতে পারব। যাতে আঞ্চলিক পর্যটনশিল্পকে বাড়াতে সে জন্য আমরা একটি জাতীয় পরিষদ গঠন করেছি। এতে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের পর্যটন ব্যবসার অগ্রসর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।