বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন পেয়ে লেফটেন্যান্ট পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান আবু ইয়ামান মোঃ সাদান। গত ১৭ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি’র (বিএমএ) ৮০তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে এ কমিশন প্রদান করা হয় তাকে। কমিশন প্রদান উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ একইদিন সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী তৎকালীন প্রধান-জেনারেল আজিজ আহমদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।
আবু ইয়ামান সাদান কক্সবাজার শহরের রুমালিয়ার ছরার সন্তান সোনালী ব্যাংকের সাবেক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আবু ইউসুফ মোঃ ইয়াহিয়া ও গৃহিণী হোসনে আরা চৌধুরী’র কনিষ্ঠ সন্তান।
এছাড়াও সাদান দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত আলেম দ্বীন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার রেক্টট, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মোজহের আহমদের নাতী।
এদিন মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ক্যাডেটগণ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। অন্যান্য ক্যাডেটদের মতো আবু ইয়ামান মোঃ সাদান’কে তার গর্বিত পিতা ব্যাংকার আবু ইউসুফ মোঃ ইয়াহিয়া ও রত্নগর্ভা মাতা হোসনে আরা চৌধুরী কৃতি সন্তানকে লেফটেন্যান্ট পদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।