Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ৫:২৮ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা শুক্রবার চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সোয়াডস্ কমান্ড, কমডোর এম মঞ্জুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যগণ উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৪৮জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ক্বিরাত প্রতিযোগিতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলের এম ছিউল ইসলাম প্রথম, বানৌজা ঈসাখাঁন দলের এম রাসেল দ্বিতীয় এবং এম রায়হান হোসেন তৃতীয় স্থান অধিকার করেন। অপরদিকে, আযান প্রতিযোগিতায় বানৌজা শহীদ মোয়াজ্জম দলের গোলাম রব্বানী প্রথম, বানৌজা ঈসাখাঁন দলের এম এস আহমেদ দ্বিতীয় এবং কমফ্লোট ওয়েস্ট দলের এম বি আর মোল্লা তৃতীয় স্থান অধিকার করেন।



 

Show all comments
  • Dadhack ২৫ জুন, ২০২১, ৫:৪৪ পিএম says : 0
    কিরাত প্রতিযোগিতা করে কি হবে আল্লাহ তো বলছে কোরআনে যে দেশ চালাতে হবে কোরান দিয়ে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ