Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় সিআইডির ভুয়া পরিচয়ে একজন আটক

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১১:৪৪ পিএম

মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে ১ জনকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। মাগুরা ভায়না মোড় এলাকা থেকে বৃহস্পতিবার ২৪ জুন , সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভুয়া সিআইডি পরিচয় দানকারী এমডি মোল্যাকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। এমডি মোল্যা ফরিদপুর জেলার মধুখালি থানার বৈকন্ঠপুর গ্রামের হোসেন মোল্যার ছেলে।

এ বিষয়ে মাগুরা ডিবি (ওসি) নাসির হোসেন জানান, ভুয়া সিআইডি পরিচয় দিয়ে সে অনেক দিন ধরে শহরের মধ্যে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছে। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভায়না মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, গায়ে পরিহিত সিআইডি কোর্ট ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।

চাঁদাবাজির ঘটনায় মাগুরা সদর থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ