Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল)উপজেলা সংবাদদাতা : বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ঐশি প্লাস নামে নৌযান ডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে বুধবারের নৌযান ডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

উদ্ধার হওয়া লাশগুলো হলো- বানারীপাড়া উপজেলার জিরাকাঠি গ্রামের সায়েদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের খলিলুর রহমানের ছেলে জিদান (৮) ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইদেরকাঠি গ্রামের মনি শংকরের স্ত্রী আল্পনা রানী (২৫)।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশি প্লাস নামে একটি নৌযান ডুবে যায়। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ