Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে তালা ভেঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জে বাসার তালা ভেঙ্গে রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর লাশ উদ্ধার করা হয়েছে।

সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকা থেকে আজ শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মিজানুরের বাবা সামাদ বেপারী জানান, বুধবার সকালে ছেলের সাথে তার শেষ কথা হয়। দু দিন ধরে ছেলেকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার বিভিন্ন জায়গাসহ মিজানুরের ভাড়া বাসায়ও খোঁজ নেওয়া হয়। কিন্তু ঘরের বাহিরে তালা দেখে বার বারই চলে যায় তারা। পরে শুক্রবার সকাল ৮টার দিকে বাসার তালা ভেঙ্গে খাটে শোয়া অবস্থায় গলায় গামছা পেঁচানো মিজানুরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থাকান এসআই মফিকুল ইসলাম জানান,লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই গামছায় চেপে শ্বাসরুদ্ধ করে মিজানুরকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের পর বিষয়টির সুস্পষ্ট করে বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ