Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ট্রলিচাপায় শ্রমিক নিহত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে বিল্লাল সিকদার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় রতন নামে আরো এক শ্রমিক আহত হন।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার ওয়াজেদ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মানিকদাহ এলাকায় ট্রলিটি বালুবোঝাই করে যাওয়ার সময় উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয় ও রতন গুরুতর আহত হন। পরে রতনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ