Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে অবৈধ বাঁধা জাল জব্দ

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৫:৫০ পিএম

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালিয়ে ৮টি বাঁধা জাল জব্দ করা হয়েছে। বাউফল উপজেলা মৎস বিভাগ ও কালাইয়া নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন। পড়ে বুধবার রাত সারে নয়টা সময় কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সামনে জাল গুলো পোড়ানো হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, ‘মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মৎস সংরক্ষন আইন বাস্তবায়নে মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান চলছে। বুধবার দিনভর অভিযান চলাকালে বিকালে উপজেলার তেঁতুলিয়া নদী সংগলগ্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের লতির খাল থেকে ৫হাজার মিটার ৮টি অবৈধ বাঁধা জাল জব্দ করা হয় । যার বর্তমান মূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযানে উপজেলা মৎস কার্যালয়ের মাঠসহকারী আনিচুর উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ‘অবৈধ সকল প্রকার জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ