বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বানারীপাড়া বরিশাল উপজেলা সংবাদদাতা : বরিশালের বানারীপাড়ায় ঐশি প্লাস নামে যাত্রীবাহী নৌ-যান ডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদী ও বিভিন্ন খাল থেকে ভাসমান অবস্থায় এ মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে তিন বছর বয়সী মারিয়া, হামিদা বেগম (৪০), রুহুল আমিন (৩০), খুকু মনি (২৫) ও অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধ। নিহত শিশু মারিয়া বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান। তার মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া ফেরিঘাট এলাকায় ভেসে ওঠে বলে জানিয়েছেন থানার এসআই জামাল হোসেন।
হামিদা বেগম উজিরপুর উপজেলার পূর্ব কেশবপুরের খলিল হাওলাদারের স্ত্রী। বৃহস্পতিবার ৮টার দিকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী সংলগ্ন নলশ্রী খালের বাংলাবাজার পয়েন্ট থেকে হামিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এসআই রুহুল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।