Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রীময়ী : নেগেটিভ চরিত্র করি, নেগেটিভ নই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০২ এএম

টলিউডের সর্বশেষ আলোড়ন হল অভিনেতা-এমএলএ কাঞ্চন মল্লিকের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কথিত সম্পর্ক। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের এমনই অভিযোগ। পিঙ্কি এরই মধ্যে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী শ্রীময়ীর বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন। স্বামী ও শ্রীময়ীর বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন পিঙ্কি। শ্রীময়ী এসব অভিযোগ অস্বীকার করেছেন। শ্রীময়ী ইনস্টাগ্রামে এসব অভিযোগের বিপরীতে জানিয়েছেন তিনি এতে দুঃখ পেয়েছেন এবং লজ্জিত। ভিডিওতে তিনি বলেছেন, ‘আমাকে নেগেটিভভাবে চিত্রিত করা হয়েছে। সত্যি কথা বলতে আমি এজন্য দুঃখিত ও লজ্জিত। আমি নেগেটিভ চরিত্র করলেও বাস্তবে নেগেটিভ নই। অনেকে নেগেটিভ মন্তব্য করেছে আবার অনেকে সমর্থনও দিয়েছে। এমন পরিস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করেছে এবং সম্ভবত আমার পেশাগত জীবনকেও প্রভাবিত করবে।’ অভিনেত্রী আরও জানান তিনি বাস্তবে খুব প্রাণোচ্ছল মানুষ আর মানুষের সঙ্গে কথা বলতে ভালবাসি। তিনি জানান কাঞ্চন তার কাছে একজন শিক্ষকের মত, এই বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি জানান সাম্প্রতিক এই গুজবে তার পরিবারের সদস্যরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে তার বাবামা। পিঙ্কির অভিযোগের জবাবে তিনি তার নিজের দিকটিও বর্ণনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ