প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রিটিশ অলগার্ল ব্যান্ড স্পাইস গার্লস আগামী ৯ জুলাই তাদের প্রথম সিঙ্গল (গান) ‘ওয়ানাবি’ মুক্তি উপলক্ষে ডিজিটাল মাধ্যমে নতুন একটি গান মুক্তি দিতে যাচ্ছে। ‘ওয়ানাবি টোয়েন্টিফাইভ’ নামের এই ইপি (এক্সটেন্ডেড প্লে) রেকর্ডে মূল গানের সঙ্গে অপ্রকাশিত একটি ডেমো ট্র্যাক, জুনিয়র ভাসকেজের একটি রিমিক্স এবং নতুন ‘ফিড ইউর লাভ’ গানটি থাকবে। স্পাইস গার্লস আগামী ২৩ জুলাই ভিনাইল ও ক্যাসেটে এই গানগুলো মুক্তি দেবার পরিকল্পনা করছে। ২০০৭ সালের পর এটি হবে ব্যান্ডটির প্রথম রেকর্ড। “ওয়ানাবি’র বয়স ২৫ হল! আমরা এই উপলক্ষে সীমিত পরিসরে ভিনাইল ও ক্যাসেটে- ’ওয়ানাবি’ (মূল), ’ওয়ানাবি’ (জুনিয়র ভাসকেজ রিমিক্স), ’ওয়ানাবি’ (ডেমো) এবং অপ্রকাশিত ‘ফিড ইউর লাভ’ গানগুলো থাকবে। ডিজিটাল মাধ্যমে এই ইপিটি ৯ জুলাই মুক্তি পাবে। তারপর ২৩ জুলাই আসবে ক্যাসেট ও ভিনাইলে। এখনই প্রি-অর্ডার করুন,” ব্যান্ড সামাজিক মাধ্যমে লিখেছে। ‘ওয়ানাবি’র ২৫ বছর পূর্তিতে #আই অ্যাম স্পাইসগার্ল ট্রেন্ড শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।