Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে টেলিভিশনে ঈদের আগাম প্রস্তুতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০১ এএম

পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ একুশে টেলিভিশন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ৭ দিনের অনুষ্ঠানমালা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে। দেশের করোনাকালীন সময়ে যখন বেসরকারী চ্যানেলগুলোর পক্ষে স্বাভাবিক অনুষ্ঠানমালা সাজানো কষ্টসাধ্য হয়ে উঠেছে, তখন একুশে টেলিভিশনের এই আগাম প্রস্তুতি চ্যানেলটিকে এগিয়ে রেখেছে। ঈদ-উল-আজহা উপলক্ষে পরপর ৭ দিনের অনুষ্ঠানমালায় রয়েছে নব নির্মিত ৭টি একক, ৩টি ৭ পর্বের ধারাবাহিক নাটক। সুপরিচিত পরিচালকদের নির্মাণে প্রতিটি নাটকেই অভিনয় করেছের গুণী অভিনেতাবৃন্দ। যার মধ্যে রয়েছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, মোশারফ করিম, অপূর্ব, জোভান, সজল, তৌসিফ, মম, শবনম ফারিয়া, তানজিন তিশা, সারিকা, টয়া প্রমুখ জনপ্রিয় তারকারা। এছাড়া চিত্রনায়িকা আঁচলের উপস্থাপনায় ১৪ জন জনপ্রিয় কন্ঠশিল্পী পরিবেশন করবেন বর্তমান এবং ফেলে আসা দিনের জনপ্রিয় সঙ্গীত। তাছাড়া প্রতিদিন ২টি করে তারকা সমৃদ্ধ দর্শক প্রিয় চলচ্চিত্র প্রচার হবে। নব আঙ্গিকে সাজানো ঈদ-উল-আজহার অনুষ্ঠানমালা ফিরিয়ে আনবে একুশে টেলিভিশনের অতীত গৌরব-এই আশা ব্যক্ত করেছেন বর্তমান কর্তৃপক্ষ এবং অনুষ্ঠান বিভাগের প্রধান পঙ্কজ বনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ