Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে সাত পর্বের ধারাবাহিক মেডেল

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০১ এএম

আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মেডেল’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, রিমু রোজা খন্দকার, সারিকা, মুকুল সিরাজ প্রমুখ। নাটকটি নির্মাণ করেছেন রায়হান খান। রোবেনা রেজা জুঁই বলেন, ‘মেডেল ধারাবাহিকটির কাজ অনেক ভালো হয়েছে। রায়হান ভাইয়ের গল্প ভাবনা, নির্মাণ সবসময়ই অনেক ভালো হয়। তাছাড়া এই নাটকে আমাকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ সারিকা বলেন, ‘এই ধারাবাহিকের গল্পটাই মূলত প্রাণ। রায়হান ভাই একজন মেধাবী সিনেমাটোগ্রাফার ও গুণী নির্মাতা। নাটকটি অনেক ভালো হয়েছে। দর্শকের ভালোলাগবে, এটাই প্রত্যাশা।’ রিমু বলেন, ‘রায়হান ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। আমরা যারা এতে অভিনয় করেছি প্রত্যেকেই যার যার চরিত্রে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আমি সবসময়ই আমার চরিত্রে নিজের সবটুকু দিয়েই অভিনয় করার চেষ্টা করি। অভিনয়ে আমি শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করি। দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পাই আমি, তাই আমার অনেক বড় প্রাপ্তি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ