প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দ্বিতীয় মৌসুম বা রিবুটের ধারা অনুসরণ করে কালার্স টিভির জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’ ছোট পর্দায় ফিরছে। মূল সিরিয়ালটি ২০০৮ থেকে শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল. আর এটি পরিণত হয়েছিল সবচেয়ে দীর্ঘদিন চলা ভারতীয় টিভি অনুষ্ঠান। ‘বালিকা বধূ’ নতুন করে নির্মাণের খবর চাউর হবার পরই নির্মাতারা তাদের পছন্দের শিল্পীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। নতুন সিরিয়ালের সুর আগেরটির সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে জানা গেছে। ‘বালিকা বধূ ২’-এর জন্য এরই মধ্যে সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ এবং ঋদ্ধি নায়েককে রাজি করান গেছে। জানা গেছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। স্ফিয়ার অরিজিন্স নতুন এই সিজনটি প্রযোজনা করবে। ‘বালিকা বধূ’ শিশু বিবাহের মত সামাজিক বিষয়টি নিয়ে নির্মিত হয়। ব্যাপক জনপ্রিয়তা পায় সেটি। সিরিয়ালে মূল আনন্দির (শিশু) ভূমিকায় অভিনয় করেন অবিকা গৌর, পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রত্যুষা ব্যানার্জী এবং পরে তোরাল রাসপুত্র। আনন্দির স্বামী জগদীশের ভূমিকায় অভিনয় করেন অবিনাশ মুখার্জী এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যস ও শক্তি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।