Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে সড়কের রিপিয়ারিং কাজ শুরু

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০২ এএম

রাউজানের জনগুরুত্বপূর্ণ হযরত এয়াছিন শাহ সড়কের রিপিয়ারিং কাজ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আমিরহাট এয়াছিনশাহ কলেজ গেট থেকে সড়কে সৃষ্ট ছোট বড় গর্তগুলো ভরাট কাজগুলো শুরু করেন। এসময় তদারকি করতে দেখা যায় হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলামকে।

সরেজমিনে দেখা যায়, অতি বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলে সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ ৩/৪ কি.মি. কয়েকশ’ ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাউজানের এমপি এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে উপজেলা প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এরই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে কাজ শুরু করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মনছুর, ইউপি সদস্য মুহাম্মদ সরোয়ার উদ্দিন, শামসুল আলম চৌধুরী, মোহাম্মদ তহিদুল ইসলাম, হলদিয়া ৪নং ওয়াডস্থ সাজেদা কবির সরকারি প্রাথমিক ববিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দিদারুল আলম আল কাদেরী, ডা. বাবলা ভট্টচার্য্য প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ