Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০২ এএম

নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন এমপি শিমুল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর সদর হানপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়ের কাছে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কনসেনট্রেটর সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ অনেকেই।

নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোর সদর ও সিংড়া পৌর করোনা সংক্রমনের মাত্রা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে।

বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অক্সিজেনের যেন কোন ঘাটতি না হয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর বাসির জন্য ৮০টি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে দিয়েছেন। তারমধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি সিলিন্ডার ভাগ করে দেয়া হয়েছে। প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার আনা হবে।

তবে জন সাধারণকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাস্ক ব্যবহার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ