Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেল-জরিমানা লাইসেন্স ছাড়া ‘রড’ উৎপাদনে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০০ এএম

জীবন ও সম্পদের ক্ষতি রোধে অবকাঠামো নির্মাণ কাজে ব্যবহৃত রডের ‘বাংলাদেশ মান’ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এখন থেকে পণ্যটি উৎপাদন করতে হলে দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স নিতে হবে। কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া রড উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করলে সর্বোচ্চ চার বছরের কারাদন্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। সম্প্রতি বিএসটিআইয়ের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণ কাজে স্টিল ফর দি রি-ইনফোর্সমেন্ট অব কনক্রিট (এমএস রড) ব্যবহার সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক রিয়াজুল হক। তিনি বলেন, এমএস রড ব্যবহার সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া যদি কেউ রড উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় অভিযান করে লাইসেন্স ছাড়া রড উৎপাদনকারী বেশকিছু প্রতিষ্ঠানকে প্রায় ৩০ লাখ টাকার জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআইয়ের এ কর্মকর্তা।

এমএস রড ব্যবহার সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি বলা হয়েছে, আন্তর্জাতিক মানের অনুসরণে দেশের প্রতিথযশা প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি পণ্যটির মান নির্ধারণ করে দিয়েছে। যার বাংলাদেশ মান হলো বিডি এস আইএসও ৬৯৩৫-১:২০১২ ও বিডিএস আইএসও ৬৯৩৫-২:২০১৬। এসআরও জারির মাধ্যমে পণ্যটি বিএসটিআই থেকে সিএম লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করেছে। সংস্থাটি জানায়, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ মানের ব্যত্যয় ঘটিয়ে এমএস রড উৎপাদন ও বাজারজাতকরণ করছে।

নিম্ন মানের এমএস রড অবকাঠামো নির্মাণ কাজে ব্যবহার করলে একদিকে নির্মিত অবকাঠামো স্থায়িত্ব যেমন ক্ষণস্থায়ী হবে, অন্যদিকে এ অবকাঠামো ব্যবহারে জীবন ও সম্পদের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। কাজেই বাংলাদেশ মান অনুসারে এমএস রড উৎপাদন, বাজারজাত ও ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছে দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।

বিএসটিআই অনুমোদনবিহীন এমএস রড উৎপাদন/সরবরাহ/বাজারজাত আইন লঙ্ঘনের শামিল এবং বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ওই অপরাধে অনধিক চার বছরের কারাদন্ড অথবা অনধিক দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।

পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ মান অনুসারে ফিনিশড প্রোডাক্ট ও স্ক্যাপ (জাহাজ ভাঙা প্লেট ও রেলওয়ে রেল) থেকে সরাসরি প্রস্তুতকরা এমএস রড কনক্রিট নির্মাণে ব্যবহার করা যাবে না। এ ধরনের এমএস রড বিএসটিআই অনুমোদিত নয়। তাই যে কোন ধরনের কনক্রিট নির্মাণ কাজে ব্যবহারের জন্য এমএস রড কেনার আগে তা বিএসটিআই অনুমোদিত কি তা নিশ্চিত হওয়া পরামর্শ দিয়েছে সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ