রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় মহেব আলী নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মহেব আলী জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
এই মামলায় বাকি ৮ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। তারা হলেনÑদ্বীন ইসলাম, ফারুক, শরীফ মিয়া, মানিক মিয়া, বুড়হান মিয়া, যোবায়ের মিয়া, সাচ্চু ও মানিক মিয়া। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জুন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাঞ্চনপুর গ্রাম থেকে ৯শ’ ৭৫ বোতল ফেন্সিডিলসহ মহেব আলীকে আটক করে পুলিশ। এ সময় অপরাপর সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত গতকাল এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী উম্মে শবনম মস্তুরী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।