রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মামুদপুর গ্রামে কামাল হোসেন (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার ভোরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত কামাল হোসেন মামুদপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, কামাল বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ কারণে কিছুদিন আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দুই সন্তানসহ বাবার বাড়ি চলে যায়। এসব কারণে তিনি মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। গত রোববার রাতে তিনি সবার অগোচরে বাড়ির পাশের লিচু গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। গতকাল সোমবার ভোরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।