রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জিতু আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২০ জুন দুপুরে পুলিশ ছাত্রীর নানা জহুরুল হকের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব (ভাটারপাড়) গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেন। জিতু আক্তার একই ইউনিয়নের দেওডোবা গ্রামের শামছুল হক ভুট্টুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জিতু আক্তার তার নানা জহুরুল হকের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত রোববার সকালে তার নানা-নানীর সাথে ভাত খেয়ে নিজ শয়ন ঘরে যায় জিতু। কিছুক্ষণ পর তার নানী নাতনি জিতুকে ডাকে। জিতু কোন সাড়া না দেয়ায় দরজা খুলে ঘরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। কারণ দরজা বন্ধ ছিল। বাধ্য হয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখতে পায় ভেতরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে তার নাতনি। এসময় তার নানী জরিনা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে জানালা ভেঙে ওড়না কেটে জিতুর ঝুলন্ত লাশ ঘরের মেঝেতে নেমে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিতুর উদ্ধার করেন। তবে এভাবে জিতুর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি এলাকাবাসি।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।